ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ফটিকছড়িতে সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িত উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও উপজেলার বিভিন্ন দপ্তরে বিগত ৫ বছরের মোট ৪৪১১ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন, ১৪ দলীয় জোট নেতা বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

পরে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন গুলোতে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের শুভ উদ্বোধন উপলক্ষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল ররুে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা-ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়বুল বশর মাইজভান্ডারি, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ভূজপুর থানার কর্মকর্তা শেখ আব্দুল্লাহ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআই 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ