ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

ফণী’র কারণে সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

TWC INDIA CYCLONE FANI 58575429799 mp4 video 1280x720 2528000 4 1280x720 58574917872

বাংলাধারা ডেস্ক »

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ মে) সারা দিনই থেমে থেমে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মধ্যরাতের দিকে ‘ফণী’ উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ঘূর্ণিঝড়ের সতকবার্তায় জানানো হয়েছে। ইতিমধ্যে ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ফণী।

আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এরইমধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ভারতের ওড়িশায় ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে। আজ বিকালের দিকে ঝড়টি ওড়িশা উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে আজ সারা দিনই বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশে এসে পৌঁছাবে।’

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন