ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ফতেপুর মাদ্রাসার অধ্যক্ষের বাসার ছাদ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়ন থেকে ১২ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

রবিবার (১৫ আগস্ট) বিকালে রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে বন বিভাগে আওতাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

বন বিভাগের সুত্রে জানা যায়, ফতেপুর মাদ্রসা অধ্যক্ষের বাসার ছাদে অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগকে খবর দিলে অজগর সাপটি উদ্ধার করে। পরে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ অজগরটি বনে অবমুক্ত করা হয়।

রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী প্রতিবেদককে জানান, রবিবার সকালে ফতেপুর মাদ্রসা অধ্যক্ষ বাসার ছাদে অজগর সাপটি দেখতে পেয়ে । পরে আমাদের খবর দিলে আমরা সাপটিকে উদ্ধার করে রবিবারে বিকেলে বনে অবমুক্ত করি। সাপটি দৈর্ঘ্য ১২ফুট দৈর্ঘ্যের সারে ১১কেজি ওজন।

তিনি আরো বলেন, গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন