ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

ফলের ঝুড়ি নিয়ে কোয়ারেন্টাইন হোমে উপস্থিত সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »

হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত প্রবাসী নাগরিকদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলার লক্ষ্যে উপহার হিসেবে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যগন।

সোমবার (২৩ মার্চ) সিএমপি কমিশনার মো.মাহাবুবর রহমানের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

উপহার সামগ্রী পৌঁছে দিয়ে এসব প্রবাসীদের হোম কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দেন পুলিশ সদস্যরা। তারা বিভিন্ন দেশ থেকে আগত অন্য প্রবাসীদের বিষয়ে তাদের কাছ থেকে খোঁজ নেন এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে তাদের সহযোগিতা কামনা করেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলাধারাকে বলেন,সাধারণ নাগরিকদের কে সচেতন করার লক্ষ্যে এবং কোয়ারেন্টাইন বিধি মেনে চলার বিষয়টি উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক থানা থেকে পাঁচ জন করে মোট ৮০ টি কোয়ারেন্টাইন হোমে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি বিতরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ