ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ফাঁকা নগরজুড়ে শুনশান নিরবতা

বাংলাধারা প্রতিবেদন »

আজ মহান স্বাধীনতা দিবসে ভোর থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারমুখী জনসমাগম দেখা যায়নি। সারা শহরজুড়ে নিরব-নিস্তদ্ধতা বিরাজ করছে। এ যেন অন্যরকম নগর যেখানে অন্য দিনগুলোর চাইতে স্বাধীনতা দিবসে এই দৃশ্য একেবারেই ব্যতিক্রমই।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষ বাসা থেকে বের না হওয়ায় নগরীজুড়ে এমন দৃশ্য দেখা গেছে।

প্রশাসনের কঠোর নির্দেশনায় সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হচ্ছে নগরের অধিকাংশ দোকানপাট। শুধু খোলা রাখা হচ্ছে কয়েকটি ওষুধ এবং মুদির দোকান।

সংবাদকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর গুটিকয়েক দোকানি ও হাতেগুনা কিছু লোকজন ছাড়া কেউ বাইরে আসছেন না। সড়কে কমে গেছে যানবাহন চলাচলও।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। শহরের সড়ক, অলি-গলিতে টহল দেওয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং এবং সিভিল প্রশাসনের কাজে সহায়তা করছেন তারা।

দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পরিবহনে জীবাণুনাশক স্প্রে করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

জানা গেছে, এক জায়গায় অধিক লোক যাতে জড়ো হতে না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে- সেটা নিশ্চিত করছে সেনাবাহিনী।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ