ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ফাইনালের টিকিটের লড়াইয়ে ফিল্ডিংয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক » 

জিতলেই ফাইনাল, এমন সমীকরণে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। হাইভোল্টেজ লড়াইয়ে টস জিতে প্রথমে গাজী গ্রুপ চট্টগ্রামকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। গাজী গ্রুপ চট্টগ্রাম প্রথম পর্বে তাদের ৮ ম্যাচের সাতটিতেই জিতেছিল। তবে প্রথম কোয়ালিফায়ারের অভিজ্ঞতা সম্পন্ন জেমকন খুলনার কাছে হেরে বসে মোহাম্মদ মিঠুনের দল। গ্রুপ পর্বে শীর্ষে থাকায় ফাইনালের টিকিটের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগও পাচ্ছে দলটি।

এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে তামিম ইকবালের ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী চট্টগ্রামকে হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট। প্রথম কোয়ালিফায়ারে জিতে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে রেখেছে জেমকন খুলনা।

এই রিপোর্ট লেখা অবধি ৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ঢাকার সংগ্রহ ২২ রান।

বেক্সিমকো ঢাকা একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, আলআমিন জুনিয়র, আকবর আলী, সাব্বির রহমান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস ( উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, নাদিফ চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন