ক্রিকেটবিশ্বের আকর্ষণীয় লড়াই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও ক্রিকেটীয় এই মহারণ মঞ্চস্থ করতে পুরোদমে প্রস্তুত। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ আসর শুরু করা রোহিত শর্মার দল শেষটা তাদের হারিয়েই করতে চায়। তবে আগের হার থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তাদের বিপক্ষে আজ ফাইনালে ভারতের একাদশে পরিবর্তনের আভাস থাকলেও, তার সম্ভাবনা খুবই কম!
এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ফাইনালের ভেন্যুতে দাপট দেখানোর কথা আগেরদিনই জানিয়ে রেখেছিলেন অজি অধিনায়ক। বিপরীতে রোহিতও তাদের আগ্রাসী মনোভাবে শিরোপার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। যদিও আজকের একাদশ নিয়ে সেভাবে কিছু খোলাসা করেননি ভারতীয় অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ যথারীতি ওপেনিংয়ে দেখা যাবে দারুণ বোঝাপড়া নিয়ে আগের ম্যাচগুলো শুরু করা দুজন রোহিত ও শুভমান গিলকে। দলের মতো ভারত অধিনায়কও দারুণ ফর্মে রয়েছেন।
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।