রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গকারী মহান বীরদের স্মরণে ফিনল্যান্ডে দলমত নির্বিশেষে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির শহরের ভালকিয়া তালোতে (Valkia Talo) উদযাপন করা হয় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসের উক্ত সময় উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন ভাষা শহীদদের আত্মত্যাগে। দ্বিতীয় পর্বে আয়োজন ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ফিনল্যান্ডের কোয়ালিশন কোকোমুস (Kokoomus) পার্টির এমপি আত্তে কালেভা (Atte Kaleva) অনুষ্ঠানে শিশুদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
আত্তে কালেভা সংক্ষিপ্ত আলোচনায় তার বক্তব্যে বিদেশী কমিউনিটি ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বক্তব্যে আরোও জানান,”সিটি কর্পোরেশন সবসময় বাংলাদেশিদের সাথে রয়েছে ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে।এবং বাংলাদেশীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার কথা জানান।”
দিবসের তৃতীয় পর্বে বিভিন্ন দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এছাড়াও ফিনল্যান্ডের অন্যতম ব্যান্ড দল মিকা হাসসি আয়োলাহতো (Mika Hassi Aiolähtö) ছিল। নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন সকলে।
আয়ান সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন আরিফ,আলী আবু,কাজিম উদ্দিন প্রমুখ।