ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

ফিলিপাইনে ৭.১ মাত্রায় ভূমিকম্প, বহু ক্ষতির শঙ্কা

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১।

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এনডিটিভি ও রয়টার্স।

রয়টার্স এর বরাত দিয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ সময় রাজধানীতে বিল্ডিং ছেড়ে লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে অনেক ক্ষতি হয়েছে। ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়। এ কম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই কম্পটি রাজধানী ম্যানিলায়ও তীব্রভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পরে শহরের মেট্রোরেল ব্যবস্থা স্থগিত করা হয় বলে জানিয়েছে দেশটির পরিবহনে মন্ত্রণালয়। এ কম্পের পর রাজধানীর সিনেট ভবনটিও খালি করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির গণমাধ্যম।

আরও পড়ুন