ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় ১০ জনকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জুলাই) নগরীর আরাকান সড়কের পুরাতন চান্দগাঁও থেকে কাজীরহাট পর্যন্ত অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এসময় ১০ ব্যক্তির বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। অপরদিকে পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, ‌‘নগরীর আরাকান সড়কের পুরাতন চান্দগাঁও থেকে কাজীরহাট পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ ব্যক্তির বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

এছাড়া অপর এক অভিযানে পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে খাল, নালা নর্দমা ও বাসা বাড়ির আঙ্গিনায় মশার ওষুধ ছিটানো কার্যক্রম তদারকি করেন এবং বাড়ীর আঙ্গিনায়, বিভিন্ন ভবনের ছাদে ও নির্মানাধীন ভবনের নীচতলায়, ভবনের ছাদ বা ছাদ বাগানের যাতে বৃষ্টির পানি জমা না থাকে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন