ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

ফেনীতে গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৮

বাংলাধারা প্রতিবেদন »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানায়, ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী প্রাইম প্লাস পরিবহণের (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) বাসটি মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে ৭ জন নিহত ও আরও ২০ জন গুরুতর আহত হন। নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল ও আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৭ জনকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসের সবাই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই মো. কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের কারও নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন