বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ৩৭৩ বোতল ফেন্সিডিল এবং ৫০৫ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২ আগস্ট) সীতাকুন্ড ও পাঁচলাইশ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের আটক করা হয়।
আটক চারজন হলো— রাঙ্গুনিয়া থানার উত্তর গাটচেক এলাকার আব্দুল্লাহের ছেলে ইয়াসিন আরমান (২৩), একই এলাকার আকতার হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৮), রাঙ্গুনিয়া থানার ইসলামপুর এলাকার মমতাজুল হকের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫) এবং রাউজান থানার কুন্ডেশ্বরী নরায়ন সরকারের ছেলে অনিক সরকার (২০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সীতাকুণ্ড ও পাঁচলাইশ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ফেনসিডিল এবং ৫০৫ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে পিছনের ব্যাক ঢালার নিচে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে তাদের নিজ হাতে বের করে দেয়া ৩৭৩ বোতল ফেন্সিডিলসহ আসামি ইয়াসিন আরমান ও মো. ইমরান হোসেনকে আটক করা হয়।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে করে নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অপরদিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় পাঁকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে একটি ট্রাকের পিছনে মালামাল রাখার স্থান থেকে ৫০৫ টি প্লাস্টিকের পুরাতন সেলাইনের প্যাকেটের ভিতর থেকে মোট ৫০৫ লিটার চোলাই মদসহ আসামি মো. নাজিম উদ্দিন ও অনিক সরকারকে আটক করা হয়।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন অননুমোদিত মদের দোকান ও স্পটে স্থানীয় মদ এবং গাঁজা সরবরাহ করে আসছিল। আটক আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।
বাংলাধারা/এসআরটি