বাংলাধারা প্রতিবেদক »
ফেনীতে অভিযান চালিয়ে ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাজাঁসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ফেনী মডেল থানার ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো— কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কেচকীমোড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. নাছির মিয়া (৪১), এখই এলাকার আ. কাদেরের ছেলে মো. এমরান হোসেন (২১) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০)। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর মডেল থানার ফতেহপুর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে মোট ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা ।
তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য (ফেন্সিডিল, গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে তা ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান তিনি।
আটক আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি