বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ শামির প্রত্যাবর্তনের আশা থাকলেও সেটি বাস্তবায়িত হচ্ছে না। বাঁ হাঁটুর ফোলাভাবের কারণে সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে তাকে খেলানো হচ্ছে না বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিসিআই।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাঙ্কেলের পুরনো সমস্যা কাটিয়ে উঠলেও টানা বোলিংয়ের চাপে শামির বাঁ হাঁটু ফুলে গেছে। রাঞ্জি ট্রফি এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দীর্ঘ ওভার বোলিং করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়, “দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরে এত ওভার করার ফলে হাঁটুর এই অস্বস্তি স্বাভাবিক। তবে পুনরায় মাঠে নামার আগে তার পুরোপুরি সেরে ওঠা প্রয়োজন।”
এর আগে অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, “শামির ফিটনেস নিয়ে ২০০ ভাগ নিশ্চিত না হলে তাকে মাঠে নামানো হবে না।” চিকিৎসকদের পরামর্শে তাকে এখন বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছিলেন শামি। এরপর অ্যাঙ্কেলের অস্ত্রোপচারের মাধ্যমে পুনর্বাসন শেষে রাঞ্জি ট্রফিতে ফেরেন তিনি। তবে নতুন ইনজুরির কারণে তার প্রত্যাবর্তন আরও বিলম্বিত হচ্ছে।
শামির এই অনুপস্থিতি ভারতীয় দলের জন্য হতাশার হলেও তার সুস্থতা এখন সবার প্রধান অগ্রাধিকার।