ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

ফের থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের থানচি উপজেলায় ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ফের পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের থানচি উপজেলায় ১৭ জানুয়ারি পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া অন্য সব উপজেলায় ভ্রমণ করতে পারবে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, জনস্বার্থে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চলমান পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞাতে ফের থানচি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আতঙ্কিত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদানে আহব্বান জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ