বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর ফ্রিপোর্ট এলাকায় সড়কে অবস্থান নেন। তবে দুুপুর একটার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে সকাল ৮টা থেকে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
সরেজমিনে দেখা গেছে, ফ্রিপোর্ট মোড়ে শ্রমিকরা অবস্থান নেওয়ার ফলে নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও আটকা পড়েছে যানজটে।
জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১৫ অনুযায়ী বেতন-ভাতাদি গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই; তাদের বিকাশ একাউন্টে পরিশোধ করার কথা ছিল। কিন্তু কোনো শ্রমিক নির্দিষ্ট তারিখে বেতন পাননি বলে জানা গেছে। একটি নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করা হবে বলে জানায় মালিকপক্ষ। শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে আজ ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সড়ক অবরোধ করেছেন।
ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজা সিকিউরিটি সদস্যরা উপস্থিত রয়েছেন।
এদিকে, ইপিজেড এলাকায় সড়ক অবরোধের কারণে ওই সড়কে চলাচলকারী কর্মব্যস্ত অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। রমজানের দিন হওয়ায় বেশ বিপাকে পড়েছেন আগ্রাবাদমুখী যাত্রীরা। ফ্রিপোর্টের পর প্যাডেল রিকশায় কাছের গন্তব্যে যাওয়া গেলেও দূর গন্তব্যে যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়ায় অনেকে মোটরসাইকেলে চড়ছেন।