ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

বঙ্গবন্ধুর জন্মদিনে ছোটদের জন্য হামিদা খাতুন পান্নার দু’টি কবিতা

★অনন্য একটি নাম★

চোখের কালিতে, মনের খাতায়
লিখে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আকাশের তারায়, পাহাড়ের চূড়ায়
এঁকে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ফুল-পাখিদের কলতানে
গেয়ে যায় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নদীর ঢেউ, ঝরনা ধারায়
ধ্বনিত হয় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

★জাতির জনক বঙ্গবন্ধু★

জাতির জনক বঙ্গবন্ধু
জনগণের নেতা,
ধনী-গরীব সবার জন্যে
থাকে মনে ব্যথা।

ন্যায়বিচারের প্রতীক তিনি
বিশ্ব দরবারে,
ধনী-গরীব সবার জন্য
সমান ভালবাসা।

এই ভুবনে জাতির জনক
যতদিন রবে বেঁচে,
লাল সবুজের পতাকা
উড়বে ঐ আকাশে।

জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
তুমি থাকবে সবার বুকে
সবার মনে অম্লান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন