বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছেন ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন ।
বুধবার (১৭ মার্চ) রামপুর ওয়ার্ড জুড়ে এসব কর্মসূচি পালন করা হয় ।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়কে লাল সবুজ পতাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে আলোকিত করা হয় । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন লিটন । এরপর কেক কেটে জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় লিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা । আজ আমরা জাতির পিতার জন্মশত বার্ষিকী পালন করছি । এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ । বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন ।
এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্য রয়েছে রামপুর এলাকার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার হিসবে প্রদান করা
বাংলাধারা/এফএস/এআই