বাংলাধারা প্রতিবেদন »
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও পুস্পার্ঘ্য অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নাম্বার সড়কস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে সুজনের।
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও সচিবের সঙ্গে সভা করারও কর্মসূচি রয়েছে সুজনের।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। চসিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ