ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাঙামাটি মহিলা আওয়ামীলীগের মানববন্ধ

রাঙামাটি প্রতিনিধি  »

জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত ধর্মব্যবসায়ী মৌলবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে মহিলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙামাটির জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, হাজী কামাল উদ্দিন, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিতা দেওয়ান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্থিত্ব, বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু তথাকথিত ধর্মীয় নেতারা পবিত্র ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিভ্রান্ত করছে। এমন মৌলবাদী গোষ্ঠিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন বক্তারা।

এছাড়া, অনতিবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তথাকথিত মাওলানাদের দেয়া উস্কানীমুলক বক্তব্য প্রত্যাহারের আহবানও জানিয়েছেন বক্তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন