চট্টগ্রাম : জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি, তরুণ সংগঠক সাঈদ মাহমুদ রনি।
গত ১৪ জুন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন স্বাক্ষরিত উত্তর জেলা কমিটিতে সাঈদ মাহমুদ রনিকে এ দায়িত্ব দেওয়া হয়।
কমিটিতে ফটিকছড়ির জাবেদ জাহাঙ্গীর টুটুল ও হাটহাজারীর মো. ফারুক হোসেন চৌধুরীকে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য মোট ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে দু’দুবার রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাঈদ মাহমুদ রনি। মূলত দক্ষ যুব সংগঠক রনির হাত ধরেই রাঙ্গুনিয়ায় সাড়া ফেলেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাঙ্গুনিয়াজুড়ে নানা সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখে গেছে এ জাতীয় সংগঠনের।
এবার উত্তর জেলায় সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার বিষয়ে সাঈদ মাহমুদ রনি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় কাজ করার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি, এখন বঙ্গবন্ধুর নামে দেশের অন্যতম সংগঠনের দায়িত্ব পেয়ে আনন্দিত। এ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা প্রতিষ্ঠিত হয়েছিল শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করার লক্ষ্যে। আজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সেই লক্ষ্য অর্জনে কাজ করে চলছে। উন্নত বাংলাদেশ গড়তে হলে শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর সেই লক্ষ্য অর্জনই বঙ্গবন্ধু শিশু কিশোে মেলার মূল কাজ।’
এদিকে একজন দক্ষ, বলিষ্ঠ ও দায়িত্বশীল সংগঠক সাঈদ মাহমুদ রনির হাতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উত্তর জেলার সহ-সভাপতির দায়িত্ব দেয়ায় সর্বত্র জেলায় যুব সংগঠদের মাঝে আনন্দ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
উল্লেখ্য, সাঈদ মাহমুদ রনি পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মরহুম মোহাম্মদ আলী তালুকদারের সন্তান। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন রনি। পদুয়ার এই কৃতি সন্তান বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ রনি এখন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।