ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতাকে নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে হট্টগোল 

IMG

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতাকে নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে হট্টগোল

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে পূর্ব নির্ধারিত একটি গানের অনুষ্ঠানের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল দশটায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে পূর্ব নির্ধারিত একটি গানের অনুষ্ঠানের ধারণ সিডিউল ছিল। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনাকারী শেখ নজরুল ইসলাম মাহমুদ নামে একজন শিল্পী। তিনি কখনো শিল্পী, সঙ্গীত পরিচালক আবার কখনো উপস্থাপক সেজে দীর্ঘদিন ধরে দাপটের সাথে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাও। আজ অনুষ্ঠান ধারণ করতে গেলে ক্যামেরা শাখা এবং অন্যান্য শাখার কর্মকর্তা কর্মচারিরা তার প্রোগ্রাম ধারণ করতে অস্বীকৃতি জানায়। এতে লাগে হট্টগোল।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা শেখ নজরুল ইসলাম মাহমুদের হুমকি ধমকি এবং অত্যাচারে টেলিভিশনের সবাই তটস্থ থাকতেন। আওয়ামী লীগের ক্ষমতাবান ব্যক্তিদের সাথে সখ্যতার কারণে দাপটের সাথে এতদিন প্রোগ্রাম করেছেন তিনি। সরকার পরিবর্তন হওয়ার পর তার অনুষ্ঠান সিডিউলের অন্তর্ভুক্ত করা হয়নি। এরই মধ্যে তিনি জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এম এ মুসা বাবলুকে ম্যানেজ করে বিটিভি কর্তৃপক্ষকে হুমকি ধামকি দিয়ে আবার তার অনুষ্ঠান দারুন সূচিতে অন্তর্ভুক্ত করেন।

IMG--WA
IMG–WA

বিষয়টি জানাজানি হওয়ার পর বিএনপি তথা জাসাসের মূল সংগঠন থেকে বিটিভি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় শেখ নজরুল নামক কোন ব্যক্তিকে যেন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা না হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠান ধারণ করতে গেলে ক্যামেরা শাখা এবং অন্যান্য শাখার কর্মকর্তা কর্মচারীরা তার প্রোগ্রাম ধারণ করতে অস্বীকৃতি জানায়।

অভিযোগ উঠেছে, কিছুদিন পূর্বে ক্যামেরা বিভাগের প্রধান পান্থ রেজা নামক একজন সিনিয়র অফিসারকে শেখ নজরুল স্টুডিওতে অপমান করেন। প্রাণনাশের হুমকি দেন। এরই সূত্র ধরে আজ তার প্রোগ্রাম ধারণ করা থেকে সবাই বিরত থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান অধ্যক্ষ রোমানা শারমিনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

বিটিভির একটি সূত্র জানায়, শেখ নজরুল ইসলাম মাহমুদ যে প্রোগ্রামগুলো অতীতে করেছেন তার একটিও প্রচার উপযোগী নয়। এত মানহীন অনুষ্ঠান বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আর একটিও হয় না ! শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ভয় দেখিয়েই সে প্রোগ্রাম চালিয়ে গেছেন। তার কাছে কর্তৃপক্ষ ছিল অসহায়।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর বিএনপির এক সিনিয়র নেতা বাংলাধারাকে বলেন, এ ধরনের অভিযোগ কেন্দ্রীয় হাইকমান্ড বরদাশত করবেনা।

আরও পড়ুন