ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, শীতের প্রকোপ বাড়ার আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের কিছু অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিস্থিতিআবহাওয়া অধিদপ্তরের সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে একটি লঘুচাপে রূপ নিতে পারে। এ সময় দেশের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তার দেখা যাচ্ছে।

তাপমাত্রার পরিবর্তনআবহাওয়াবিদদের মতে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে।
কুয়াশার সম্ভাবনামধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শীতের এই সময়টিতে কুয়াশার কারণে ভ্রমণে সতর্ক থাকতে বলা হয়েছে।

আগাম পূর্বাভাসপরবর্তী শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দু-তিন দিনের জন্য বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়তে পারে। বিশেষত জানুয়ারি মাস থেকে শীতের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

পরামর্শশীতজনিত রোগের প্রকোপ এড়াতে দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন