লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মদ ফোরকানকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাদের আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ জুন) রাতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত পত্রে ২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন বলেন, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।