বাংলাধারা প্রতিবেদক»
রফতানিখাতে মার্চ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে সঞ্চার হয়েছে নতুন গতি। ২০২২ সালের শুরু থেকেই চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে পণ্য রফতানি। জানুয়ারী ও ফেব্রুয়ারী তুলনায় মার্চ মাসে রফতানি ৭৬ হাজার ২শ একক কন্টেইনার ছাড়িয়েছে। যেটি রফতানি খানে রের্কড সংখ্যক।
মার্চ মাসে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে রফতানি খাতে গতি বাড়ায় স্বস্তি প্রকাশ করেছে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। তারা জানায়, এই ধারা অব্যাহত থাকলে রফতানির গতি আরো বাড়বে। দেশের তৈরী পোশাক রফতানিখাতে আলোর বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ২০২২ সালের জানুয়ারিতে রফতানি হয়েছিল ৭৩ হাজার ৫৪২ একক কন্টেইনার। পরবর্তী মাসে সেটি কমে নেমে আসে ৭০ হাজার এককে।কিন্তু মার্চ মাসে সেটি বেড়ে হয়েছে ৭৬ হাজার ২শ একক কন্টেইনার।
মার্চ মাসে রফতানির পাশাপাশি আমদানি খাতেও বেড়েছ গতি। জানুয়ারিতে আমদানি পণ্যভর্তি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে এসেছিল ১ লাখ ৩১ হাজার একক। ফেব্রুয়ারিতে এসেছিল ১ লাখ ১৫ হাজার একক। মার্চে এসেছে ১ লাখ ১৩ হাজার একক কন্টেইনার।
সরকারের রফতানি উন্নয়ন ব্যুরোর হিসাবে মার্চে প্রায় ৫৫ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। মার্চে ৪৭৬ কোটি ডলার রফতানি প্রবৃদ্ধির অর্জন করেছে বাংলাদেশ। রফতানি আয় ছাড়িয়ে যায় মার্চের জন্য নির্ধারিত ৩৫৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রা, বছরওয়ারি হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৫৪.৮২ শতাংশ।
করোনা মহামারীর পর দেশের তৈরী পোশাক খাতে দীর্ঘদিন ধরে লোকসান এবং ধকলের কথা বলা হলেও এবার প্রচুর ওর্য়াডার পেয়েছে গার্মেন্টস মালিকরা।মার্চ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে পোশাক রফতানি। ৪ এপ্রিল রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে দেশের প্রধান রফতানি খাত পোশাক পণ্যের রফতানি চালান আগের বছরের মার্চের তুলনায় ৬০.১৫ শতাংশ বেড়ে হয় ৩৯০ কোটি ডলার। পোশাক খাতের আয়ের মধ্যে ২,০৫০ মিলিয়ন হয়েছে নিটওয়্যার চালানের মাধ্যমে। আর ১,৮৮১ মিলিয়ন ডলার আসে উভেন আইটেম থেকে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাধারাকে জানান, বিদেশী বায়ারদের কাছ থেকে আমাদের গার্মেন্টস গুলোতে প্রচুর ওর্য়াডার আসছে।পোশাক রফতানি ও ভালো বেড়েছে।তবে গার্মেন্টস শিল্প বাচিঁয়ে রাখতে আনো নানামুখী উদ্যোগ গ্রহণের প্রয়োজন।
চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের সচিব ওমর ফারুক জানানা, আগের তুলনায় চট্টগ্রাম রফতানি বেড়েছে ব্যাপক ভাবে।চলতি বছরের শুরু থেকেই রফতানি খাতে নতুন করে গতি পেয়েছে।তবে মার্চ মাসে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে রের্কড পরিমাণ কন্টেইনার জাহাজীকরণ হয়েছে।