হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা ঘরে পৌছানোর জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। সেই সাথে গ্রামের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের আওতার মধ্যে যে সেবা প্রদান করা যায়, তার বেশি চিকিৎসা সেবা না দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এবং সরকারি বেসরকারি উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রেরণ করবেন, অন্যথায় তাদের জীবন সংকটাপন্ন হতে পারে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ সরকারহাট বাজারে স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক ড. জুয়েল সেনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গণি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান আহাজ্ব মো. ওসমান গণি।
এতে বিশেষ বক্তা ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, শওকত আলম, মুজিবুর রহমান, আকতার হোসেন খাঁন সুমন, মো. হারুনুর রশিদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. অধীর কুমার বৈদ্য, ডা. শিশির রঞ্জন শীল, ডা. আমানউল্লাহ, ডা. আবদুর রহিম, গণি হসপিটালের চিকিৎসক ডা. গালিব হাসান, ডা. নুরুল আফসার আশিক প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন ডা. মো. বোরহান উদ্দীন, বিশ্বজিৎ ও যীশু বড়ুয়া।