সুমন বৈদ্য »
কন্নড় ইন্ডাস্ট্রি, যাকে কি-না এখন সবাই একনামে চেনে। বিশেষ করে বলিউড ফ্যানদের কাছে বেশ পরিচিত, কারণ এই কন্নড় ইন্ড্রাসট্রি থেকে মুক্তি পাওয়া ‘কেজিএফ চ্যাপ্টার ১ ও ২’ রীতিমতো বলিউডকে কোণঠাসা করে দিয়েছিল। ফ্যান ফেভারিটে দাঁড়াতে দেয়নি বলিউডের কোনো ফিল্মকে। কেজিএফের দাপটে মুখ থুবড়ে পড়েছিল অক্ষয় কুমার, জন আব্রাহাম, অজয় দেবগনের মতো নামদামি তারকার সিনেমা।
এখন আবারও ঝড় তুলতে আসছে আরেক কন্নড় সিনেমা ‘কাবজা’। ‘কাবজা’ সিনেমাটির টিজার বের হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে নতুন আগ্ৰহ জন্ম দিয়েছে, কারণ সিনেমাটির টিজার প্রকাশ হওয়ার পর থেকে সবার মধ্যে নতুন কেজিএফের উন্মেদনা দেখা গিয়েছে।
সিনেমাটির টিজারে দেখা যায়, কেজিএফের মতোই একই সিনেমাটোগ্রাফি আর ভিজ্যুয়ালেশনের ব্যবহার করা হয়েছে। আর এখানে বিজিএম (আবহ সংগীত) থেকে শুরু করে শুটিং সেট, সবকিছু ছিল চোখে পড়ার মতো। সবকিছু সিন টু সিন মিলে গেছে। আর এখানে যারা বিজিএম ও আর্ট ডিরেক্টর ছিলেন তারা দুজনেই ‘কেজিএফ চ্যাপ্টার ১ ও ২’ এ কাজ করেছিল, তাই এখানে কেজিএফের মতো ভাব আছে তা বলাই যায়। এখানে চমৎকার ব্যাপার হচ্ছে এই সিনেমায় ৩০০ জন রিয়েল গ্যাংস্টার দিয়ে কাজ করানো হয়েছে। এই সিনেমার শুটিং ২০১৯ সালে শুরু হয়েছিল।
টিজারে পরিচালক সবকিছু ধোঁয়াশা রেখে দিয়েছে। মূলত কিছু চরিত্রের সাথে একটু একটু করে পরিচয় করিয়েছেন, যা একটি আদর্শ টিজারের অংশ বলাই যায়। এখানেও গ্যাংস্টার ড্রামা ও একটা ইমোশন লুকিয়ে আছে যা কেজিএফে রকির ছোট থেকে গ্যাংস্টার হওয়ার গল্পের মতো যোগসূত্র মনে হতেই পারে। ১৯৪২ সালের বিট্রিশ আমলের একটা ছায়া এবং ১৯৭০ আর ৮০ দশকের গ্যাংস্টারদের ভাব রাখা হয়েছে।
এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র, শ্রেয়া সারান এবং কিচ্চা সুদীপ। মজার ব্যাপার হলো এখানে কিচ্চা সুদীপের চরিত্রটি অনেকটা চমকপ্রদভাবে উপস্থাপন করা হয়েছে, যা অনেকটা তার চরিত্র জানার আগ্রহ বাড়িয়ে দেবে। পাশাপাশি শ্রেয়া সারানের ইমোশনাল লুকই বলে দেয় গল্পের মধ্যে ইমোশনাল প্লট আছে যা কোনো না কোনো ভাবে দর্শক মনকে প্রভাবিত করবে।
সবশেষে, এই সিনেমার বাজেট হচ্ছে ৫০ থেকে অথবা ৬০ কোটি, যা খুবই সাদামাটা বাজেট। কিন্তু টিজার দেখেই যে কেউ বলে দিতে পারবেন, সাদামাটা গল্প, সস্তা থ্রিলার আর অপ্রয়োজনীয় গান ডুকিয়ে বলিউডে যে সিনেমা হয় তার তুলনায় এই সিনেমা অনেক উপরে। আশা করা যায় কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমাটি বলিউড পাড়াতেও ব্যবসা সফল হবে। তবে বাকি কথা সময়ই বলে দেবে।
লেখক : শিক্ষার্থী এবং ফিল্ম এনালিস্ট