ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

বহদ্দারহাটে সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে নগরের বহদ্দারহাট এলাকায় শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় মিছিলকারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গুলিবিদ্ধ চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ চারজনের মধ্যে আবদুস সাত্তার নামের এক যুবক পিঠে গুলিবিদ্ধ হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ সাত্তারের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

সংঘর্ষের আগে মিছিলকারীরা টাইগারপাস মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, ওয়াসার মোড়ে এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং দুই নম্বর গেট মেয়র গলির চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পরে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে মাঠে নামে। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সরকারদলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজের দাবি, বহদ্দারহাটে অবস্থান নেওয়া সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

আরও পড়ুন