কিডনি রোগে আক্রান্ত কর্ণফুলীর সন্তান মো. আলাউদ্দিন (২৪) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। মো. আলাউদ্দিন দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল এলাকার হিরার বাড়ীর রাজমিস্ত্রী মো: নোয়া মিয়ার ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার শিকলবাহা কালারপোল এলাকার শান্তশিষ্ট স্বভাবের ছোট আলাউদ্দিন সাত বছর বয়সে তার মাকে হারান কিছুটা মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ হলেও ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর পর থেকে বন্ধ হয়ে যায় তার লেখা পড়া জিবন। যে বয়সে শিশুরা মাদ্রাসা আর স্কুলের বারান্দায় ছোটাছুটি করে সে বয়সেই আলাউদ্দিন তার মাকে হারিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছে,কিন্তু ভাগ্যের নিয়তি তার পিছু ছাড়েনি। বিগত ১মাস আগে দূরারোগ্যব্যাধী কিডনি রোগ ধরা পড়ে তার শরীরে ডাক্তারের ভাষ্য অনুযায়ী তার শরীরের ২টি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে এপিক হেলত ক্যায়ার স্থানান্তর করা হয়।বর্তমানে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসার জন্য এ পর্যন্তন প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
৩ ভাইয়ের মধ্যে আলাউদ্দিন সবার ছোট। ছেলের চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিয়েও কোন কিনারা পাচ্ছেন না তার পরিবার। প্রতি সপ্তাহে তার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। তার এই চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে হতদরিদ্র পরিবারটির।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সমাজের মেম্বর,চেয়ারম্যান, কিংবা শিল্পপতি এখনো কারও কাছ থেকে পাইনি কোনো ধরনের সহায়তা,তাই ছোট আলাউদ্দিন কে বাঁচাতে সমাজের বিত্তশালীদের কাছে সহায়তা চান তার পরিবার।
মো. আলাউদ্দিনের চাচা মো. আবু ছালেহ বলেন, নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় আলাউদ্দিন কে সবাই খুব ভালো জানে। আমার জানা মতে সে কখনো কারো ক্ষতি করেনি। ভাইয়ার চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে ভাইয়ার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একটি ছেলে বা ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবো। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমাদের ছোট আলাউদ্দিনের জীবন বেঁচে যেতে পারে।