ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের প্রধান সড়ক সংলগ্ন কে বি বাজারে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ফার্মেসী, হোমিও ওষুধের দোকান, লাইব্রেরি, স্বর্ণের দোকান, হার্ডওয়্যার সামগ্রী, পানের দোকান, কসমেটিক্স, জুতা ও কাপড়ের দোকান পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বাংলাধারাকে বলেন, খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ