বাঁশখালীর বৈলছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি বসতঘর। এতে কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. খালেদ হক ও ডা. জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস টিমের লিডার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট কিংবা মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে।