ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

বাঁশখালীতে ডাম্পার চাপায় পথচারী নিহত

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালীর ছনুয়ায় ডাম্পার চাপায় কবির আহমদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ছনুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির আহমদ আহমদ একই এলাকার মৃত হাফেজ আবদু সাত্তারের পুত্র। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন জামে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে বের হচ্ছিলেন মুসল্লি কবির আহমদ। দুপুর ২টার দিকে মসজিদের সামনের রাস্তায় বের হওয়া মাত্র ডাম্পার চাপায় নিহত হন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল হাকিম ওরফে বাইশ্যা বলেন, বিক্ষুব্ধ জনতা এমরান (২০) নামের ওই গাড়ি চালককে রশি দিয়ে বেঁধে রেখেছে ঘটনাস্থলে। সে খুদুকখালী ৭নম্বর ওয়ার্ডের ৬০নম্বর পাড়ার জামাল উদ্দিনের পুত্র। এমরানের চালিত গাড়িটি একই এলাকার রহমান বাপের বাড়ির আক্কাস উদ্দিনের মালিকানাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ পৌঁছলে বিস্তারিত জানাতে পারবো।’

আরও পড়ুন