ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিরাত উল্লাহ রিজভী (১৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কুলিনপাড়ার তৈয়ব উল্লাহর ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টায় বৈলছড়ির অভ্যারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ওই শিশু একটি দোকানের কর্মচারী। তিনি রাতে লিচু বাগান পাহারা দিতো। রাতে রাস্তায় ঘোরাঘুরির সময় বন্যহাতির সামনে পড়ে গেলে হাতিটি তাকে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বনবিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন