চট্টগ্রামের বাঁশখালীতে সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের সেইন্যা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার আহমদ স্থানীয় মৃত গুরা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আশিক হোছাইন চৌধুরী জানান, মোক্তার আহমদ সকালে বাড়ির অদূরে সবজি ক্ষেতে মোটরচালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোক্তার আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি।