বাংলাধারা প্রতিবেদক »
বাঁশখালীতে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুইজন যুবককে আটক করেছে র্যাব-৭। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক দুইজন হলো— সাতকানিয়া থানার কেউচিয়া এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেন (২২) এবং একই থানার দক্ষিণ ডেমশা এলাকার আক্তার হোসেনের ছেলে মো. রাসেল (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।
আটকদের এবং উদ্ধার মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।