বাঁশখালী প্রতিনিধি »
সারাদেশের মতো বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে প্রথম দফায় ইউনিয়নের প্রায় ৫০০ জনের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হয়।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ছনুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ।
এসময় ছনুয়া ইউনিয়ন পরিষদ সচিব অরুণ জয় ধর, ট্যাগ অফিসার শহীদ উল্লাহ সিকদার, ইউপি সদস্য আবদুল কাদের, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য জসিম উদ্দীন, ইউনুস শাহী, মিজান সিকদার, জাহেদ সোহান, হামিদ হাসান, তাওহীদুল ইসলাম, মো. মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বলেন, জনগণের কষ্টের কথা চিন্তা করে পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। যা সরকারের জনবান্ধব উদ্যোগের একটি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।