ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

বাঁশখালীর জোড়া খুনের প্রধান আসামি র‌্যাবের জালে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

বাঁশখালীতে চাচা-ভাতিজা জোড়া খুনের মামলার প্রধান আসামি ইসমাইলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতার ইসমাইল বাঁশখালী থানার দক্ষিণ জলদি এলাকার জাহাঙ্গির আলমের ছেলে।

সোমবার (১৮ জুলাই) নগরীর বাকলিয়া থানার তুলাতুলি রোড থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ২০২১ সালের ২০ অক্টোবর বাঁশখালী থানার মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন কিছু দুস্কৃতিকারী আব্দুল খালেক এবং তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা-লোহার রড দিয়ে নির্মমভাবে বুকে, পিঠে, তলপেটে ও মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর টিপু সুলতানও মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল খালেক এর মা বাদী হয়ে বাঁশখালী থানায় ১০ জন নামীয় এবং ৫/৬ জন’কে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানার তুলাতুলী রোডের ওয়েডিং পার্ক কনভেনশন হল থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি বলে স্বীকার করেছে।

এছাড়াও তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নাশকতা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও ২টি মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন