ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

বাঁশখালী‌তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌ক নিহত

বাংলাধারা প্রতিবেদন»

বাঁশখালী উপ‌জেলায় টিউবও‌য়েল বসা‌নোর মালামাল ট্রাক থে‌কে নামা‌নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এক যুব‌ক নিহত হ‌য়ে‌ছে। আজ বুধবার সকাল সা‌ড়ে দশটার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ডের মিনজী‌রিতলা গ্রা‌মের মৃত ঈমাম হো‌সেনের পুত্র মু‌বিনুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকা‌লে সরল ইউ‌নিয়‌নের মিনজী‌রিতলা গ্রা‌মের নিজ বা‌ড়ি‌তে টিউবও‌য়েল বসা‌নোর মালামাল ট্রাক থে‌কে নামা‌নোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে গুরুতর আহত হয় মু‌বিনুল ইসলাম।

স্থানীয়রা তা‌কে দ্রুত বাঁশখালী হাসপাতা‌লে নিয়ে গেলে জরুরি বিভা‌গে দায়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মোহাম্মদ স‌ফিউল কবীর ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ