বাংলাধারা প্রতিবেদন»
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও অপ্রতিরোধ্য শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করা হয়। সেখানে ঠাঁই পেয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের সাক্ষী অনেক ছবি।
আলোকচিত্র প্রদর্শনীতে দর্শনার্থীরা প্রধানমন্ত্রীর ত্যাগ ও সংগ্রামের স্মৃতির সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করার পাশাপাশি সর্বক্ষেত্রে শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিন ব্যাপি ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হাসিনা মহিউদ্দিন বলেন, নারীদের সংসার সামলে নিতেই যেখানে হিমশিম খেতে হয় সেখানে পুরো দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তাঁর দক্ষনেতৃত্বের গুণে বাংলাদেশ আজ বিশ্বমানচিত্রে গৌরবের আসনে অধিষ্ঠ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন তিনি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে নওফেল বলেন, প্রযুক্তিগত উচ্চ শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষে জেলাভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। সে লক্ষে কাজ করছেন সরকার।
আলোকচিত্র প্রদর্শনী ২৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলমের সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসিনা মহিউদ্দিন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাবিহা মুসা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় প্রাপ্তি এখানেই যে, এই মহামারির মধ্যেও তিনি অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশের উপরে রয়েছে।
তিনি আরও বলেন, এই মহামারির মধ্যেও সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে তোলার জন্য যে বিরাট উদ্যোগগুলো গ্রহণ করেছিল, সেগুলোকে কেবলমাত্র চলমানই রাখেনি, যথেষ্ট এগিয়ে নিয়ে গেছে।
বাংলাধারা/এফএস/এফএস