ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

রাখাইনে সংঘাত

বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যের মৃত্যু, রামুতে অন্ত্যেষ্টিক্রিয়া

BGB

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।অ্যালকোহলিক সিরোসিসের কারণে দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় আক্রান্ত হয়ে তিনি গত ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। দু’দেশের কূটনৈতিক সিদ্ধান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারের রামুর বৌদ্ধ শ্মশানে উভয় দেশের উর্ধতনদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিজিবি কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর সূত্র জানায়, মিয়ানমার সরকারি বাহিনী ও বিভিন্ন অস্ত্রধারী সংগঠনের মাঝে চলমান সংঘাতে প্রাণ বাঁচাতে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অনেক সদস্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে ১২৪ জন বিজিপি সদস্য আশ্রয়ে টেকনাফস্থ দমদমিয়া সীমান্ত রেস্তোরাঁয় বিজিবি প্রহরাধীন রাখা হয়। এদের মাঝে বিজিপি সদস্য লেন্স কর্পোরাল ক্যাওয়া নান্দা (৩০) গত ২৮ জুলাই অনবরত বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র মেডিক্যাল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়।

সূত্র আরো জানায়, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২ আগস্ট রাতে টেকনাফ হতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ‌’ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে হাইপোভোলুমিক শকের সাথে তীব্র কিডনি আঘাত’জনিত রোগ সনাক্ত করে। প্রয়োজনীয় চিকিৎসার পর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হলেও পরবর্তীতে আবার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য ২ আগস্ট মাঝরাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

৩ আগস্ট ভোররাতে চমেকে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান বিজিপি সদস্য নান্দা। তিনি অ্যালকোহলিক সিরোসিসের কারণে দীর্ঘস্থায়ী লিভার সমস্যার কারণে মৃত্যুবরণ করেন বলে সনাক্ত করেন চিকিৎসকরা। পরে মরদেহের সুরতহাল এবং সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করে চমেক হাসপাতাল মর্গে রাখা হয়।

চমেক মর্গ হতে, ১৭ আগস্ট বিজিপি সদস্যের মরদেহ ফেরত এনে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাসের উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে সর্বোচ্চ মর্যাদায় যথাযথ ধর্মীয় রীতি অনুসরণ পূর্বক রামু শ্মসান এ মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

মারা যাওয়া বিজিপি সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া ও সামগ্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত সকল সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবর্দা প্রস্তুত। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে স্থানীয় জনতা, জনপ্রতিনিধি এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের প্রয়োজনীয় সহায়তা অব্যহতভাবে দরকার। ভবিষ্যতেও বিজিবি সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন