আন্তর্জাতিক ডেস্ক »
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও প্রকাশ করাটি কোনো ‘নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়’ বলে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো তার টুইটার অ্যাকাউন্ট থেকে বিবৃতিটি শেয়ার করেন, যেখানে মন্তব্য করা হয়েছে যে নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি বাংলাদেশের সমাজে ‘সামাজিক, আচরণগত ও কাঠামোগত ভাবে বিদ্যমান’ নারী বিদ্বেষের চিত্রকে ফুটিয়ে তুলেছে।
পাশাপাশি বৈষম্যহীন সার্বজনীন বিচার ব্যবস্থা এবং নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয় বিবৃতিতে।
ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুবিচার নিশ্চিত করতে জাতিসংঘ বিচার ব্যবস্থার দু’টি ক্ষেত্রে কাজ করার ওপর জোর দিয়েছে।
Please note the @UNinBangladesh statement on the recent rape cases in Bangla: pic.twitter.com/ETK86AtDzC
— Mia Seppo (@MiaSeppo) October 7, 2020
এ ধরণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে ‘ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কার’ করার তাগিদ দেয়ার পাশাপাশি ‘ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান’এর ওপরও গুরুত্ব দিয়েছে তারা।
এছাড়া নারীদের সুরক্ষার জন্য প্রণীত আইন ও কর্ম পরিকল্পনাগুলোর বাস্তবায়নের বিষয়ে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিত করার বিষয়েও জোর দেয়া হয়েছে বিবৃতিতে।
বাংলাধারা/এফএস/এএ