ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

বাংলাদেশ থেকে শরণার্থীদের ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক »

বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) লাইংয়ের টিভি ভাষণের একটি অংশ টুইটারে ছড়িয়ে পড়েছে। মিয়ানমার পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে  ভিডিওতে তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৭ সালে যারা বাংলাদেশে গেছেন, তাদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।’

সেনাপ্রধান আরও বলেন, ‘এবারের জান্তা শাসন অন্য রকম হবে। জরুরি অবস্থা শেষ হলে সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া হবে। গণতান্ত্রিক উপায়ে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, মিয়ানমারের নির্বাচনে কারচুপির দাবি করে সামরিক বাহিনী গত সপ্তাহে ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ