ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড শুরু

 বাংলাদেশের সমুদ্রসীমার সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আজ (মঙ্গলবার) থেকে তাদের বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড ২০২৪’ শুরু করেছে। প্রতি বছরের মতো এ মহড়ায় সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সংকটকালে সামুদ্রিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

তিনটি ধাপে অনুষ্ঠিতব্য এ মহড়ায় থাকবে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন এবং উপকূলীয় নৌ স্থাপনাগুলোর প্রতিরক্ষা অনুশীলন। চূড়ান্ত দিনে জাহাজ থেকে জাহাজ এবং বিমান বিধ্বংসী মিসাইল উৎক্ষেপণ, সাবমেরিন বিরোধী রকেট ডেপথ চার্জ নিক্ষেপ, নৌ কমান্ডো অপারেশনসহ আধুনিক যুদ্ধের বিভিন্ন রণকৌশল প্রদর্শন করা হবে।

এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ অংশগ্রহণ করছে। এছাড়া নৌবাহিনীর বিশেষায়িত বাহিনী সোয়াডস্, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারও সরাসরি অংশ নেবে।

বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলোও এ মহড়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিচ্ছে। এই মহড়া বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন