ksrm-ads

৮ নভেম্বর ২০২৪

ksrm-ads

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরব আমিরাত প্রতিনিধি »

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯মে) আবুধাবীর সেন্ড মেরিন রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, আবুধাবী বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা লতিফ ফকির, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ্‌, যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদসহ বহুসংখ্যক প্রবাসী।

সভায় বক্তরা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ, সমস্যা ও সমাধান নিয়ে খবরা খবর দেশে পৌঁছে দেয়ার লক্ষ্যে সংবাদকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বিগত দিনের মতো আগামীতে প্রবাসীদের পাশে থাকতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। বিদেশের মাটিতে দেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করে যাওয়ার অঙ্গিকারও করেন তারা। পরে দেশ জাতি ও বিশ্বের সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন