আমিরাত প্রতিনিধি »
আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের একটি বিশাল অংশ বাস করেন আজমান প্রদেশে। সেখানে রয়েছে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা।
সেখানে অবস্থানরত প্রবাসীদের নিয়ে দেশের উন্নয়ন, রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘আজমান সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র’ সংগঠনের পথচলা শুরু।
সংগঠনের আহ্বায়ক ইব্রাহীম ওসমান আফলাতুন সিআইপির সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল হোসাইন সুমনের পরিচালনায় আজমান স্পাইস হাউজ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আজমানের সিনিয়র সহসভাপতি আজগর চৌধুরী, আরব আরব আমিরাত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর খলীল, সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ও মিহির ব্রাগ্নোরা, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ স্পোর্টস ক্লাব আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ, সাংবাদিক আব্দুল আলীম সাইফুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের কর্মপরিকল্পনা নির্ধারণ, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।