ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

বাংলাধারার সম্পাদকের সাথে সিইউজের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাল্টিমিডিয়া নিউজ চ্যানেল বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিতি ছিলেন- সিইউজে নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাাদক মিনহাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

এসময় বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন সিইউজে নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যাশা রেখে আগামীর পথ চলায় সহযোগিতার কথা বলেন।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার বলেন- বিভক্তির বাইরে গিয়ে দেশপ্রেমকে ধারণ করেই পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে আরো বেগবান করে সাংবাদিকদের মর্যাদা আরো সুপ্রতিষ্ঠিত করতে চাই। দল বা কোন শক্তির লেজুড়বৃত্তি করে সাংবাদিকদের অধিকার নিরাপত্তার প্রশ্নে কোন পক্ষের সাথে আপোষ করতে চাই না।

সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন- গণমাধ্যমকে গণমানুষের জন্য কাজ করতে হবে । সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কাজ করতে সহযোদ্ধাদের আহবান করছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ