বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসে উদ্ভুত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সংবাদকর্মী ও তাদের পরিবারকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে বাংলাধারায় কর্মরত সংবাদকর্মীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদকফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু। তাছাড়া নিজের এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
তরুণ সমাজসেবক ও রাজনৈতিক এ নেতা বলেন, করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। বাংলাদেশও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বেশ ক’জন। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সরকার।
বাংলাধারা/এফএস/টিএম