বাংলাধারা প্রতিবেদন »
গঠনশৈলীতে নানা বৈচিত্র্য ও পরিবর্তন আনছে অনলাইন নিউজ পোর্টাল “বাংলাধারা” ডটকম।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে “বাংলাধারা” ডটকমে কর্মরত বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলনে বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন এ কথা বলেন।
এ সময় বাংলাধারা’র প্রধান প্রতিবেদক তারেক মাহমুদ ভূঁইয়া, সহ-সম্পাদক মুহাম্মদ আব্দুল আলী, স্টাফ রিপোর্টার ইফতেখার হোসেন, রিপোর্টার ইয়াসির রাফা উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আলমগীর মানিক, বান্দারবান জেলা প্রতিনিধি নচিং থুয়াই মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জসীম উদ্দীন জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া, সন্দ্বীপ প্রতিনিধি সাইফুল ইসলাম, পটিয়া প্রতিনিধি কাউছার আলম, লামা প্রতিনিধি রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমাম ইমু, মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাধারা” ডটকম সম্পাদক ফেরদৌস শিপন বলেন, অনলাইন সংবাদপত্রকে টিকে থাকতে হলে মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। প্রতিটি সংবাদকর্মীকে সঠিক, বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি বলেন, ‘বাংলাধারা’র গঠনশৈলীতে নানা বৈচিত্র্য ও পরিবর্তন এসেছে। যেখানে রাজনীতি-অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, সাহিত্য-সংস্কৃতি, বিনোদন-খেলাধুলা প্রভৃতি বিষয়ে নানা খবরাখবর প্রদান ও আলোচনা-সমালোচনা, পর্যালোচনা-পরিকল্পনা প্রকাশিত হয়ে আসছে। আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও অনেকদূর এগিয়ে যাবে বাংলাধারা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ