চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বগার বিল এলাকায় আগুনে পুড়েছে ৫টি দোকান। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্ক্র্যাপের দোকান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ৫টি দোকান পুড়ে যায়।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি কাঁচা দোকান পুড়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।