বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানার বাকলিয়া সরকারি হাইস্কুলের পাশে একটি পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল চারটায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- সাঈদ আদিত্য (১৪)। আদিত্য বাকলিয়া সরকারি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে পটিয়ার ভূর্ষি এলাকায় মো. সৈয়দের ছেলে। চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকে তাদের বাসা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, চার বন্ধু মিলে পুকুরে নেমে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়। মূমুর্ষ অবস্থায় চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম